বৃষ্টিতে বিপর্যস্ত অসম (ছবিঃX)

নয়াদিল্লিঃ সময়ের আগেই এসে গিয়েছে বর্ষা (Monsoon)। আর শুরু থেকেই তাণ্ডব রূপ ধারণ করেছে এবারের বর্ষা। বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত (North East India)। ধস, হড়পা বানের জেরে এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর মিলেছে। জলের তলায় অসম, মেঘালয়, মণিপুর ও মিজোরাম। ঘর ছাড়া ৬০ হাজার মানুষ। জানা গিয়েছে, বর্ষা ঢুকতে না ঢুকতেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে উত্তর পূর্ব ভারতে। জলমগ্ন একাধিক রাজ্য। বৃষ্টির সঙ্গে হড়পা বান ও ভূমিধসে জেরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে চার রাজ্য।

বৃষ্টিতে বিপজস্ত উত্তরভারত, ঘড়ছাড়া কয়েক হাজার মানুষ

শনিবার শুধুমাত্র অসমে ১৪ জনের মৃত্যু হয়েছে। প্লাবিত গ্রামের পর গ্রাম। ভিটেমাটি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে বহু মানুষ। ক্ষতিগ্রস্ত ১০ হাজারেরও বেশি মানুষ। অসমের বেশকিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গুয়াহাটিতে একদিনে ১১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর। জলস্তর বেড়ে গিয়েছে ব্রহ্মপুত্র সহ একাধিক নদীর। ইতিমধ্যেই উপকূলবর্তী মানুষজনকে নিরাপদে সরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।

প্রাক বর্ষার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত, মৃত্যু ৩২ জনের