পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করলেন গৃহবধূ। শুক্রবার সকালে ছ’বছরের শিশুকে নিয়ে ছাদ থেকে ঝাঁপ দিলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে পুনের (Pune) আম্বেগাঁও থানা এলাকার বুলধানা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ। তাঁরা শিশু ও মহিলাকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। তারপর দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এদিকে বাড়িটির ছাদ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। যেখানে উল্লেখ রয়েছে মহিলার ননদের নাম। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
ননদের সঙ্গে বচসা
জানা যাচ্ছে, মৃত মহিলার নাম ময়ূরী শশীকান্ত দেশমুখ, বয়স ৩১। মৃতার স্বামীর প্রাইভেট গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা রয়েছে। পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটে লেখা রয়েছে তাঁর ননদ নাকি অত্যাচার চালিয়েছে। পরিবারের দাবি, ঘটনা কয়েকদিন আগেই বুলধানা গ্রামের অন্য পাড়ায় অবস্থিত মহিলা পরিবার নিয়ে ননদের বাড়ি ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে আচমকাই বুধবার বাড়ি ফিরে আসেন। বৃহস্পতিবারও সবকিছু স্বাভাবিক ছিল।
বাড়ি এসে আত্মঘাতী মহিলা
এদিকে শুক্রবার মেয়েটি তাঁর ভাইকে বাড়িতে ডাকে। যুবক বাড়িতে আসার পর দেখে বাইরে থেকে তালা দেওয়া। ফলে বাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এমন সময় বাড়ির পেছনে কিছু পড়ার আওয়াজ পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মহিলা তাঁর শিশুকে নিয়ে মাটিতে পড়ে রয়েছে। ঘটনাস্থলে গ্রামবাসীরাও চলে আসে। তাঁরাই পুলিশে খবর দেয়। যদিও এই ঘটনায় মৃতার ননদকে তলব করা হয়েছে। জেরা করা হচ্ছে তাঁর স্বামী ও পরিবারের লোকজনেদের।