![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/bijapur-encounter.jpg?width=380&height=214)
নয়াদিল্লিঃ মাওবাদী(Maoist) দমনে বিরাট সাফল্য ভারতীয় সেনার ঝুলিতে। ছত্তিশগড়ে(Chattisgarh)এক অভিযানে নিহত ৩১ জন মাওবাদী। এই এনকাউন্টারে(Bijapur Encounter) প্রাণ হারিয়েছেন দুই সেনা জওয়ান। আহত আরও দুই। তাঁরা আপাতত বিপন্মুক্ত। এয়ারলিফট করে তাঁদের আনা হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক। রবিবার দুই পক্ষের লড়াইয়ের জেরে উত্তপ্ত হয়ে ওঠে ছত্তিসগড়ের বিজাপুর জেলার এডাপল্লি এলাকার ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কে। সকাল সাড়ে আটটা থেকে শুরু হয় অভিযান। এখনও তা চলছে বলে জানিয়েছেন বস্তার রেঞ্জের আইজি।
ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কে গুলির লড়াই, খতম ৩১ মাওবাদী,
আইজির কথায়, "গুলির লড়াই থামার পরে আমরা ৩১টি মৃতদেহ উদ্ধার করেছি। এখনও অভিযান চলছে। এই লড়াইয়ে দুই জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই জওয়ান।"ঈই ঘটনায় ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা বলেন, "বিজাপুরের জাতীয় উদ্যান এলাকায় গুলির লড়াইয়ে ৩১ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। অন্যদিকে দুই সেনার মৃত্যুর খবর মিলেছে। দুই জওয়ান আহত হয়েছেন। তাঁদের এয়ারলিফট করে হাসপাতালে আনা হয়েছে। প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।" প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি বিজাপুরেই আট মাওবাদীকে খতম করা হয়েছিল।
ছত্তিশগড়ে গুলির লড়াই, খতম ৩১ মাওবাদী, মৃত্যু ২ ভারতীয় জওয়ানের
Bijapur Encounter Update: 31 Naxals Killed, 2 Jawans Dead in Gunfight With Security Forces in Chattisgarh’s National Park Area https://t.co/5XyAJOKjrf#BijapurEncounter #Bijapur #ChattisgarhEncounter #Chattisgarh
— LatestLY (@latestly) February 9, 2025