চলতি মাসের ৫ তারিখে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বছর তিনেকের এক কিশোরীর। সেই বাচ্চার বাবা-মাকে রাজি করিয়ে শিশুর মৃতদেহ লোপাটের চেষ্টা করে ২ অভিযুক্ত। কার্যত মাটিতে দেহ পুঁতে দেয় তাঁরা। কিন্তু কোনওভাবেই লোকানো যায়নি প্রমাণ। পুলিশি তদন্তে ১৮ দিন বাদে মাটি খুঁড়ে উদ্ধার হল নাবালিকার দেহ। আর তারপরেই গ্রেফতার ২ অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ (Sindhudurg) এলাকায়। ঘটনার পর থেকে পলাতক মেয়েটির বাবা-মা। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
গত ৫ অগাস্ট সাওয়ান্তওয়াড়ি তহসিলের মালেওয়াড়ি এলাকায় একটি ডাম্পার ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ওই বাচ্চাটির। সেই সময় এলাকা ফাঁকা থাকা তড়িঘড়ি তাঁরা দেহটি উদ্ধার করে স্থানীয় একটি জঙ্গলের মাটিতে পুঁতে দেয়। এবং এই ঘটনার সময় মৃতার পরিবারও অভিযুক্তদের সাহায্য করেছে বলে অভিযোগ। তাঁরা ছত্তিশগড়ের পরিযায়ী শ্রমিক। পুলিশের অনুমান ওই মেয়েটির বাবা-মাকে টাকা দিয়েছিল অভিযুক্তরা। তবে হাইকোর্টের নির্দেশে শনিবার মাটি খুঁড়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ।