Budgam Encounter: কাশ্মীরের বুদগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ ৩ জঙ্গি
Budgam Encounter (Photo: ANI)

শ্রীনগর, ৭ জানুয়ারি: কাশ্মীরের (Jammu and Kashmir) বুদগাম (Budgam) জেলার চাদুরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ ৩ জঙ্গি (Terrorist)। জম্মু ও কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, এনকাউন্টারে তিন জঙ্গি নিহত হয়েছে। তারা প্রত্যেকেই জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত। এখনও পর্যন্ত একজনের পরিচয় জানা গিয়েছে। তার নাম ওয়াসিম। সে শ্রীনগর শহরের বাসিন্দা। তিনটি AK-56 রাইফেল, অন্য অস্ত্র ও গোলাবারুদ সহ অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল এলাকাটি ঘিরে ফেলে তল্লাশিতে নামে। অভিযান শুরু হতেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দিতে থাকে বাহিনীও। কয়েক ঘণ্টা গুলির লড়াই চলার পর ৩ জঙ্গির দেহ উদ্ধার হয়।

বুধবার পুলওয়ামা জেলার (Pulwama District) চাঁদগাম (Chandgam) এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ হয় তিন জঙ্গি। তাদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক। ঘটনাস্থল থেকে কার্বাইন, রাইফেল-সহ অপরাধমূলক সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।