দুর্ঘটনাগ্রস্ত বাস ছবিঃX)

নয়াদিল্লিঃ মঙ্গলবার সকালে তামিলনাড়ুতে (Tamil Nadu) ভয়াবহ দুর্ঘটনা (Accident)। রেললাইন পেরনোর সময় চলন্ত ট্রেনের সঙ্গে স্কুলবাসের ধাক্কা। দুর্ঘটনায় প্রাণ গেল কমপক্ষে তিনজন পড়ুয়ার। আহত বহু। দুমড়েমুচড়ে গিয়েছে বাসটি। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে তামিলনাড়ুর কুড্ডালোর জেলায়। চিদাম্বরমের সেমাঙ্গুপ্পামের কাছে থাকা একটি রেলওয়ে লেভেল ক্রসিংয় পেরনোর সময় এই ঘটনা ঘটে।

তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, আহত বহু

জানা গিয়েছে, পড়ুয়াদের নিয়ে স্কুলের পথে রওনা দিয়েছিল বাসটি। পথে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে লেভেল ক্রসিং পেরনোর সময় দ্রত গতিতে আসা ট্রেনটি লক্ষ্য করেননি চালক, তার জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ট্রেনের ধাক্কায় কয়েক মিটার দূরে ছিটকে গিয়ে পড়ে স্কুলবাসটি। আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয়রা। তাঁরাই পড়ুয়াদের বাস থেকে উদ্ধার করে র কুড্ডালোর সরকারি হাসপাতালে নিয়ে যায়। যদিও এই দুর্ঘটনার জন্য । রেল কর্তৃপক্ষকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন পড়ুয়াদের অভিভাবক ও স্থানীয়রা। তাঁদের দাবি, ওই লেভেল ক্রসিঙের প্রহরী সময়মতো গেট বন্ধ না করার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে রেলের তরফে।

চলন্ত ট্রেনের সঙ্গে স্কুলবাসের ধাক্কা, মৃত্যু ৩ পড়ুয়ার, আহত বহু