Karnataka Mudslide Incident: কর্নাটকের সুল্লিয়াতে বাড়ির দেওয়াল তৈরির সময় ধসে মৃত কমপক্ষে ৩ শ্রমিক, চাপা পড়ে একাধিক
Photo Credits: ANI

সুল্লিয়া: একটি বাড়ির দেওয়াল তৈরির (construction of a wall) সময় কাদার ধসে (mudslide) চাপা পড়ে মৃত্যু হল (died) কমপক্ষে তিনজন শ্রমিকের (labourers)। ধ্বংসস্তূপের (debris) নিচে আরও বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) দক্ষিণ কানাডা জেলার (Dakshina Kannada district) সুল্লিয়া (Sullia) এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চলছে।

এপ্রসঙ্গে দক্ষিণ কানাডা জেলার পুলিশ আধিকারিকরা জানান, শনিবার সুল্লিয়া এলাকায় একটি বাডির দেওয়াল তৈরি করার সময় আচমকা ঘটনাস্থলে থাকা কাদায় ধস নামে। এর ফলে তার নিচে চাপা পড়ে মৃত্যু হয় তিনজন শ্রমিকের। তাঁরা হলেন, সোমশেখর রেড্ডি, সান্তাভা ও চন্দ্ররাপ্পা।  আরও একাধিক শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে (trapped) রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে তাঁদের উদ্ধার করার চেষ্টা করছেন। আরও পড়ুন: Modi's Roadshow In Davanagere: দাভানাগেরেতে প্রধানমন্ত্রীর রোডশো চলাকালীন কনভয়ের দিকে দৌড়ে গেলেন ব্যক্তি, দেখুন সেই ঘটনার ভিডিয়ো