নয়াদিল্লিঃ গুজরাটের(Gujarat) আনন্দে(Anand) আচমকা ভেঙে পড়ল বুলেট ট্রেন(Bullet Train) চলাচলের জন্য নির্মীয়মাণ সেতু(Bridge)। রেলসূত্রে খবর, সেতু ভেঙে চাপা পড়েন তিন জন শ্রমিক। পরে হাসপাতালে তাঁদের মৃত্যু হয় বলে খবর। অন্যদিকে ধ্বংসস্তূপ থেকে দু’জনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। এই ঘটনার পর ‘ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন’ বিবৃতি দিয়ে জানিয়েছে, মঙ্গলবার মাহি নদীতে বুলেট ট্রেন প্রকল্পে কাজ চলছিল। এদিন সন্ধায় সেখানে এই ভেঙে পড়ে নির্মীয়মাণ সেতু। ক্রিটের চাঁইয়ে চাপা পড়েন তিন জন শ্রমিক। এক জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। চলছে উদ্ধারকাজ। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ এই ঘটনা ঘটে। আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পরে সেতুটি। খবর পেয়ে সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। ক্রেন ও এক্সকেভেটর মেশিন দিয়ে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করা হয় বলে খবর। কীভাবে এই ঘটনা ঘটল তা যদিও এখনও সেভাবে স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে রেলের তরফে।
আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু ৩ শ্রমিকের
3 Killed As Under Construction Bullet Train Bridge Collapses In Gujarat https://t.co/Sjs2h9mfkl pic.twitter.com/wPaO9Oz2cS
— NDTV (@ndtv) November 5, 2024