সরাইকেল্লা: ২০ জন যাত্রীকে নিয়ে যাওয়ার সময় উলটে গেলে একটি পিকআপ ভ্যান (Pickup van)। এর জেরে মৃত্যু হল তিনজনের। জখম হয়েছেন আরও একাধিক জন। বৃহস্পতিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) সরাইকেল্লা-খারসওয়ান জেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, কনস্ট্রাকশনের জিনিসপত্র বোঝাই একটি পিকআপ ভ্যান ২০ জন যাত্রী নিয়ে পশ্চিম সিংভূম জেলার চাঁইবাসা (Chaibasa) থেকে সরাইকেল্লা-খারসওয়ান জেলার (Seraikela-Kharswan district) রাজনগর (Rajnagar) এলাকায় ফিরছিল। সকাল সাড়ে ৬টা নাগাদ রাজনগরের কিছুটা আগে খড়িবাণী গ্রামে (Khairbani village) নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় (overturned)।
এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের। জখম হয়েছেন ১০ থেকে ১৫ জন। তাঁদের সঙ্গে সঙ্গে রাজনগর কমিউনিটি হেলথ সেন্টারে (Rajnagar Community Health Centre) প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আট জনের অবস্থা খুব খারাপ হওয়ার কারণে তাঁদের জামশেদপুরের (Jamshedpur) এমজিএম হাসপাতালে (MGM Hospital) স্থানান্তরিত করা হয়েছে।