মুম্বই: ভারতের মুম্বইয়ের বান্দ্রা ওরলি সি লিঙ্কের (Bandra-Worli Sea Link) টোল প্লাজায় বৃহস্পতিবার রাতে একটি দ্রুতগামী এসইউভি (SUV) গাড়ি বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রাত ১০টা ১৫ নাগাদ বান্দ্রার দিকে আসা টয়োটা ইনোভা (Toyota Innova) গাড়িটি টোল পোস্টের মাত্র ১০০ মিটার আগে একটি মার্সিডিজকে ধাক্কা মারে। এ সময় গাড়িটি সেখান থেকে পালানোর চেষ্টা করলে অন্য কয়েকটি গাড়িতেও ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় দুই মহিলা ও একজন পুরুষ নিহত হয়েছেন। সিনিয়র পুলিশ অফিসার কৃষ্ণকান্ত উপাধ্যায় (Krishnakant Upadhyay) জানিয়েছেন, সংঘর্ষের পর গাড়িটি দ্রুত গতিতে এসে টোল প্লাজায় থাকা আরও দু-তিনটি গাড়িতে ধাক্কা মারে। Jharsuguda Accident: উড়িষায় গরুকে ধাক্কা মেরে লাইনচ্যুত ট্রেন, দুর্ঘটনাস্থলের ভিডিয়ো
Three killed, six injured as SUV hits multiple cars on Bandra-Worli Sea Link in Mumbai: Police
— Press Trust of India (@PTI_News) November 10, 2023
দুর্ঘটনায় মোট ছ'টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন নয়জন, যার মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আহত ৬ জনের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। টয়োটা ইনোভা গাড়িটির চালকও সামান্য আহত হয়েছেন। তাকে আটক করা হয়েছে। তার গাড়িটিও জব্দ করা হয়েছে। পশ্চিম মুম্বইয়ের বান্দ্রা থেকে দক্ষিণ মুম্বাইয়ের ওরলির মধ্যে সংযোগকারী ৫.৬ কিলোমিটার দীর্ঘ আট লেনের বান্দ্রা-ওরলি সি লিঙ্কে সাম্প্রতিক মাসগুলিতে বেশ কয়েকটি গাড়ি দুর্ঘটনা ঘটেছে। একই দিনে অপর একটি ঘটনায় বুলঢানা জেলার সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকের ধাক্কায় একটি বেসরকারি বাসের দুই যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক। তিনি জানান, নাগপুর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে বুলঢানার মেহকার (Mehkar area of Buldhana) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসের চালক গাড়ির টায়ার পরীক্ষা করার জন্য একটি লেনে গাড়ি থামিয়েছিলেন।