রবিবাসরীয় দুপুরে তামিলনাড়ুতে ভয়াবহ পথ দুর্ঘটনা (Tamil Nadu Road Accident)। কৃষ্ণগিড়ি জেলার বেঙ্গালুরু-সালেম জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু তিনজনের। দুটি মালবাহী ট্রাকের মাঝে একটি দু’চাকা ও দুটি দু’চাকা গাড়ির সংঘর্ষ হয়। কার্যত তিনটি গাড়ি একে অপরের ওপর উঠে যায়। আর তাতেই তিনজনের মৃত্যু হয়। যার মধ্যে সাত বছরের এক নাবালকও ছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। তাঁদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে অধিকাংশের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ট্রাকের ধাক্কায় মৃত্যু তিনজনের

জানা যাচ্ছে, এদিন দুপুরের দিকে ঘটনাটি ঘটে। একটি মালভর্তি ট্রাক আচমকাই ব্রেক কষে। পেছনে একটি বাইক সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আরও দুটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। আবার পেছন থেকে আরেকটি মালবাহী ট্রাক সজোরে ধাক্কা মারে। যার ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে স্থানীয় পুলিশ।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

প্রত্যক্ষদর্শীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনার পর ট্রাক চালকদের আটক করা হয়েছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্তে নেছে পুলিশ।