নয়াদিল্লিঃ স্বাধীনতা দিবসে (Independence Day 2025) উদযাপন ঘিরে পাকিস্তানে (Pakistan) উত্তেজনা। আকাশে ছোড়া হল এলোপাথাড়ি গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মৃত্যু ৩ জনের। গুরুতর জখম ৬০ জন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এদিন রাতে পরিবারের সঙ্গে হেঁটে যাচ্ছিল ৮ বছরের এক শিশু। আচমকাই তার শরীরে এসে লাগে গুলি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।
পাকিস্তানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ৩ জনের, আহত ৬০ জন
একইভাবে কোরাঙ্গিতে মৃত্যু হয় এক যুবকের। আহত হন বেশকিছু জন। আহতদের জিন্নাহ ও আব্বাসি শহিদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি চালানোর অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, করাচিতে এই ধরনের ঘটনা নতুন নয়। যে কোনও উৎসবে অনুষ্ঠানে আকাশে গুলি চালিয়ে আনন্দে মেতে ওঠেন শহরের মানুষ।
আকাশে গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপন, পাকিস্তানে মৃত ১ শিশু-সহ ৩, গুরুতর জখম ৬০
Karachi: 3 Dead, Over 60 Injured During Aerial Celebratory Firing on Independence Day Celebrations in Pakistan#Karachi #Pakistan #CelebratoryFiring #IndependenceDayCelebrations
— LatestLY (@latestly) August 14, 2025
Read: https://t.co/VBEdbxq5N1
— LatestLY (@latestly) August 14, 2025