নয়াদিল্লিঃ এ বার ভারতে(India) বেআইনিভাবে প্রবেশ করার অভিযোগে গ্রেফতার ৩ বাংলাদেশি(Bangladeshi)। রবিবার সন্ধ্যায় আগরতলা(Agartala) রেল স্টেশন থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ। আগরতলা রেলওয়ে পুলিশ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং সীমান্তরক্ষী বাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার হয় এই তিন। জানা গিয়েছে ধৃত ব্যক্তিদের নাম ছোটন দাস(১৯), বিষ্ণু চন্দ্র দাস (২০) এবং মহম্মদ মালেক(৩০)। বিষ্ণু এবং ছোটন নোয়াখালির বাসিন্দা। আর মালেক হাবিবগঞ্জের।
আগরতলায় আটক ৩ বাংলাদেশি
আগরতলা স্টেশন থেকে ট্রেন ধরার পরিকল্পনা ছিল তাদের। গন্তব্য ছিল কলকাতা এমনটাই পুলিশ সূত্রে খবর। এই তিনজনকে গ্রেফতার করে প্রথমে আগরতলা জিআরপি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। আজ, সোমবার তাদের কোর্টে তোলা হতে পারে বলে খবর। এ ছাড়া এই বেআইনিভাবে প্রবেশের সঙ্গে আরও কেউ বা কারা জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
আগরতলা থেকে গ্রেফতার ৩ বাংলাদেশি
Tripura: 3 Bangladeshi nationals arrested at Agartala Railway Station for illegal entry
Read @ANI Story | https://t.co/yqe0Gv7yR3#Tripura #Bangladeshi #Agartala pic.twitter.com/P8ohFd2rWS
— ANI Digital (@ani_digital) December 22, 2024