নয়ডা, ১ মার্চ: পার্টিতে গিয়ে বচসা, আর তারপরেই বন্ধুকে খুন করে মাটি চাপা দিয়ে দেয় অভিযুক্তরা। যশ মিত্তল (Yash Mittal) খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার ৩ অভিযুক্ত। জানা যাচ্ছে, সুমিত সিং (Sumit Singh), সুশান্ত বর্মা (Sushant Varma) এবং শিবম সিংকে (Shivam Singh) বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ (Uttar Pradesh Police)। তাঁদের থেকে উদ্ধার হয়েছে ৩টি বন্দুক, ৩টি কার্তুজ, ৩টি ব্যবহার করা কার্তুজ এবং একটি বাইক।
পুলিশ সূত্রের খবর, যশের খুনের ঘটনায় কয়েকদিন ধরেই অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান শুরু চলছিল। অবশেষে বৃহস্পতিবার তাঁদের খোঁজ পাওয়া যায়। তবে ৩ যুবক পুলিশ দেখে গুলি চালায়। তবে পাল্টা পুলিশি হামলায় জখম হয় অভিযুক্তরা। আর তারপরেই গ্রেফতার করা হয় সুমিত, সুশান্ত এবং শিবমকে।
#WATCH | Noida, Uttar Pradesh: Police arrest the three accused of Yash Mittal, the student from Greater Noida who was murdered by his friends during a party in Amroha. Police say that the accused fired at the police and were injured in retaliatory fire. The accused Sumit Singh,… pic.twitter.com/nQQoNUlgJz
— ANI (@ANI) March 1, 2024
গত ২৬ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের আমরোহাতে বন্ধুদের সঙ্গে পার্টি করতে চায় গ্রেটার নয়ডা নিবাসী বিবিএ-র ছাত্র যশ। এরপর সেখানে মতবিরোধ হলে যশকে খুন করে তিঘারিয়ার জঙ্গলে ৫-৬ ফুট নিচে পুঁতে দেয়। তারপরে মৃতের বাবা দীপক মিত্তলকে ফোন করে ৬ কোটি টাকা মুক্তিপণ চায় অভিযুক্তরা। তারপরেই তদন্তে নামে পুলিশ। এর আগে যশের এক বন্ধু রচিতকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ দেহ উদ্ধার করে। এরপর ফোন রেকর্ডস খতিয়ে দেখে অবশেষে বাকি ৩ জনকেও গ্রেফতার করা হয়।