নতুন দিল্লি, ৩০ এপ্রিল: সংক্রমণে সর্বোচ্চ রেকর্ড। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৮ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ৯৭ হাজার ৫৪০ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৯৭৬ জন। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ৩১ লাখ ৭০ হাজার ২২৮ জনের। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার ৪১৮ জন। করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ৮ হাজার ৩৩০ জনের।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে মোট ১৫ কোটি ২২ লাখ ৪৫ হাজার ১৭৯ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। আইসিএমআর জানিয়েছে, গতকাল পর্যন্ত ২৮ কোটি ৬৩ লাখ ৯২ হাজার ৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আরও পড়ুন: Satoshi Suzuki: কোভিড আক্রান্ত ভারতের পাশে জাপান, আসছে ভেন্টিলেটর, অক্সিজেন জেনারেটর
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু হল ১৫ হাজার ১৪২ জনের। একই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৯২ হাজার ৭৬৪ জন। বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মোট ১৫ কোটি ১১ লাখ ২১ হাজার ৯৫৯ জন। এর মধ্যে মারা গেছেন ৩১ লাখ ৭৯ হাজার ২৩৫ জন। আর এখন পর্যন্ত মোট ১২ কোটি ৮৫ লাখ ১৪ হাজার ৩৪৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।