ওড়িশার কেওনঝড়ের (Keonjhar) জঙ্গল থেকে উদ্ধার পূর্ণবয়স্ক হাতির দাঁত। রবিবার রাত ১০টা নাগাদ অভিযান চালিয়ে দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের থেকেই উদ্ধার ৩.২৮ কেজির তিনটি হাতির দাঁত। অভিযান চলেছে ওড়িশার কেন্দুঝড় জঙ্গলে। এই অভিযান ওড়িশা পুলিশ, বিহারের পাটনা পুলিশের যৌথ অভিযানে সাহায্য করেছে কেন্দুঝড় বনবিভাগের আধিকারিকরা। জানা যাচ্ছে, এরেন্দেই এবং হাদগড় গ্রাম থেকে দুজনকে পাচারকারীকে আটক করা হয়েছে। ধৃতদের নাম মদন মোহন এবং তামুদিয়া। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে বন বিভাগের আধিকারিকরা।
দেখুন পুলিশের বক্তব্য
Keonjhar, Odisha: In a joint operation, the Kendujhar Forest Department and Patna Police seized three ivory tusks weighing 3.28 kg and arrested two persons from Erendei and Hadgarh villages. The raid, conducted around 10 PM based on a tip-off, led to the arrest of Madan Mohan… pic.twitter.com/iijYh8JmiF
— IANS (@ians_india) August 3, 2025