
নয়াদিল্লি: ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে ২৫৭টি কেস ধরা পড়েছে, যার বেশিরভাগ কেরালা, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র থেকে এসেছে। মুম্বইয়ে ৫৩টি নতুন কেস নথিভুক্ত হয়েছে। নতুন ভ্যারিয়েন্ট, যেমন JN.1 এবং এর সাব-ভ্যারিয়েন্ট LF.7 এবং NB.1.8, মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ছে। সিঙ্গাপুর, চিন, থাইল্যান্ড, হংকং নতুন করে এই রোগ দেখা দিচ্ছে।
JN.1 কী?
JN.1 ওমিক্রনের একটি সাব ভেরিয়েন্ট। এটিতে প্রায় ৩০টি মিউটেশন রয়েছে, বেশিরভাগই স্পাইক প্রোটিন। স্পাইক প্রোটিন আমাদের শরীরের কোষে ভাইরাস প্রবেশে সাহায্য করে।
দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আতঙ্কের কোনও কারণ নেই।’ আরও পড়ুন: Saayoni Ghosh On Abhishek Banerjee: বাংলা ও বাঙালির প্রতি দায়িত্ব, দায়বদ্ধতা থেকেই রাসবিহারী বসু, রাধাবিনোদ পালকে টোকিওতে শ্রদ্ধার্ঘ অভিষেকের, বললেন সায়নী
‘আতঙ্কের কোনও কারণ নেই’
STORY | 'No cause for panic', says Haryana health minister amid fresh Covid cases
READ: https://t.co/swsAUO0vTS pic.twitter.com/CQonEoF1lV
— Press Trust of India (@PTI_News) May 23, 2025
বিশেষজ্ঞের মতে এটি আগের মতো বিপজ্জনক নয়। বেশির ভাগ ক্ষেত্রেই জ্বর, কাশি, গলা ব্যথা ও ক্লান্তি দেখা যাচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষণ হালকা এবং ৫-৭ দিনের মধ্যে রোগীরা সুস্থ হয়ে উঠছেন। সতর্কতা হিসেবে মাস্ক পরা এবং সুরক্ষা প্রোটোকল মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।