নয়াদিল্লিঃ স্নাতকোত্তর উত্তীর্ণ হলেও নিজের স্বপ্নপূরণ হয়নি। এই অসফলতার জন্য নিজের ভাগ্যকে দায়ী করে ভগবানের উদ্দেশে আবেগঘণ চিঠি লিখে আত্মঘাতী যুবক। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার রাজন্না সিরকিল্লা জেলার ভেমুলাওয়াদাতে। মৃত যুবকের নাম দীতি রোহিত। বয়স ২৫। তাঁর ঘর থেকেই উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। পরিবার সূত্রে খবর,বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার পরে বর্তমানে বিএড করছিলেন রোহিত। কিন্তু ছেলেবেলা থেকেই চিকিৎসক হতে চেয়েছিলেন তিনি। সেই স্বপ্ন পূরণ না হওয়ায় হতাশ ছিলেন তিনি। সুইসাইড নোটে জীবনের বেশকিছু আক্ষেপের কথা উল্লেখ করেছেন তিনি। তেলেগু ভাষায় ভগবান শিবকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে তিনি লেখেন, "ভগবান শিব তুমি আমার ভাগ্যটা এভাবে কেন লিখলে? আমরা কি তোমার সন্তান নই?" শুধু তাই নয়, এই চিঠিতে তিনি আরও লেখেন, "মৃত্যু যন্ত্রণার চেয়ে বেঁচে থাকার যন্ত্রণা অনেক বেশি। অনেকবার বাঁচতে চেয়েও আমি ক্লান্ত। তাই এটাই আমার নিয়তি।" একই সঙ্গে মৃত যুবকের দাবি, জীবনে যা করেছেন তা সৎপথেই করেছেন। সবশেষে তাঁর দেহ কাশীর ঘাটে দাহ করার অনুরোধ করেছেন রোহিত।
হতাশা, আক্ষেপ! ভগবানের উদ্দেশে আবেগঘণ চিঠি লিখে আত্মঘাতী যুবক
25 years old youth from Telangana's Rajanna Sircilla district, died by suicide after writing an emotional letter to Lord Shiva, questioning his fate.
Letter found after his death, Rohit wrote, "Shiva, with all your wisdom, is this how you wrote my fate? Would you have written… pic.twitter.com/DCOxOytJ3u
— Newton Chaurasia (@Vaayu22020) July 8, 2025