প্রতীকী ছবি (Photo Credits: X)

নয়াদিল্লিঃ বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ফের শিরোনামে রণথম্ভোরের জঙ্গল‍ (Ranthambore National Park) এবার জঙ্গল সাফারির মাঝে গাড়ি বিভ্রাট! বাঘের ডেরায় পর্যটকদের ফেলে রেখে পালানোর অভিযোগ উঠল গাইডের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় ঘড়ির কাঁটায় তখন টা জঙ্গল সাফারিতে বেরিয়েছিলেন একদল পর্যটক গাড়ির মধ্যে ছিলেন প্রায় ২৫ জন রণথম্ভোর টাইগার রিজ়ার্ভের জ়োন ৬-এর কাছে আচমকা বিকল হয়ে পড়ে সাফারি আর এরপরই বিপদ বুঝে সেখান থেকে কেটে পড়েন গাইড রণথম্ভোর টাইগার রিজ়ার্ভের জ়োন ৬- অন্তত তিনটি বাঘ রয়েছে বলে খবর এইরকম একটি জায়গায় ওই পরিস্থিতিতে কীভাবে পর্যটকদের একা ছেড়ে পালিয়ে গেলেন গাইড? এই নিয়ে উঠছে প্রশ্ন

ফের বিতর্কে রণথম্ভোরের জঙ্গল‍

জানা গিয়েছে, প্রায় ঘণ্টা পর অর্থাৎ সন্ধ্যা টা নাগাদ ওই পর্যটকদের সেখান থেকে উদ্ধার করা হয় পর্যটকদের উদ্ধার করতে কেন ঘণ্টা সময় লাগল তা নিয়েও উঠছে প্রশ্ন পর্যটকসূত্রে খবর, এদিন ফেরার পথে জঙ্গলের রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায় দ্রুত বিকল্প গাড়ির ব্যবস্থা করতে বলে গাইডের সঙ্গে বচসা বাঁধে চেঁচামেচি শুরু হয় সেই সময়ই সকলকে ফেলে হাঁটা দেন গাইড এরপর ক্যান্টার ড্রাইভারদের জঙ্গলে এসে উদ্ধারের অনুরোধ জানালে তাঁরা মোটা টাকা দাবি করেন অন্ধকার জঙ্গলে আটকে আতঙ্কে কান্নাকাটি শুরু করে সাফারিতে থাকা বাচ্চারা যে কোনও মুহূর্তে হামলা হওয়ার আশঙ্কায় ভয়ে কাঁপতে থাকেন অন্যান্য পর্যটকেরাও এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অবশ্য গাইডের দাবি তিনি অন্য গাড়ির ব্যবস্থা করতে গিয়েছিলেন অন্যদিকে এই ঘটনাকে ঘিরে বিতর্কের সূত্রপাত হতেই অভিযুক্ত গাইডের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রণথম্ভোরের ফিল্ড ডিরেক্টর

জঙ্গল সাফারির মাঝে বিকল গাড়ি, ২৫ জন পর্যটককে বাঘের মুখে ফেলে পালালেন গাইড