নারায়ণপুরের পর এবার সুকমা। ফের ছত্তিশগড়ে (Chhattisgarh) আত্মসমর্পণ করল একাধিক মাওবাদী। শনিবার কমপক্ষে ২৩ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। তাঁদের থেকে উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ। এদের মধ্যে অনেকেই বড়সড় মাওনেতা। যাঁরা দীর্ঘদিন ধরেই পুলিশের হাত থেকে পালিয়ে বেরাচ্ছিল। ধৃতদের মধ্যে অনেকেরই মাথার দাম ছিল। কিন্তু তাঁরা যেহেতু আত্মসমর্পণ করেছে, তাই তাঁদেরকে সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে তাঁদের পুর্নবাসনের প্রতিশ্রুতিও দিয়েছে প্রশাসন। অন্যদিকে মাওবাদীদের বিরুদ্ধে যে অভিযান চলছে, তাতে তাঁরা পুলিশ ও ডওয়ানদের সাহায্য করবে বলেও জানিয়েছে তাঁরা।

মাথার দাম ছিল কোটি টাকা

জানা যাচ্ছে, ধৃতদের মধ্যে ৮ জন বড়সড় নকশাল নেতা। তাঁদের সম্মিলিত মাথার দাম ছিল ১ কোটি ১৮ লক্ষ টাকা। এরা সকলেই হিদমা পিএলজিএর সদস্য ছিল। আত্মসমর্পণকারীদের মধ্যে মহিলারাও ছিলেন। এক নকশাল নেতা বলেন, আমরা পালিয়ে বেরাচ্ছিলাম। কিন্তু চারদিক থেকে পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা ঘিরে ফেলেছিল। তাই নিজেদের জীবন রক্ষার জন্য অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করেছি। পুলিশ আমাদের কথা দিয়েছে যে আমাদের আর্থিক সাহায্য দেবে।

নারায়ণপুরেও আত্মসমর্পণ করেছে ২২ জন

প্রসঙ্গত, গতকালই নারায়ণপুরের জঙ্গল থেকে ২২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছিল। সেই সঙ্গে মাওবাদী অধ্যুষিত ওই এলাকাও দখন করে পুলিশ। এই প্রক্রিয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিনা রক্ত ঝড়িয়ে মাওবাদীদের নিষ্ক্রিয় করছে পুলিশ প্রশাসন।