দেশ থেকে মাওবাদীদের অস্তিত্ব মুছে ফেলতে চাইছে কেন্দ্র সরকার। সেই কারণে ছত্তিশগড়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এরমধ্যেই একাধিক জায়গায় মাওবাদী নিকেশ করা হচ্ছে, কোথাও আবার আত্মসমর্পণ বা গ্রেফতারি করা হচ্ছে। শুক্রবার ছত্তিশগড়ের নারায়ণপুরে (Narayanpur) আত্মসমর্পণ করল ২২ জন মাওবাদী। যারমধ্যে একজন নকশাল নেতা ডিভিসি শুকলাল। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ও গ্রামবাসীদের হুমকি দিয়ে দলে যোগ দেওয়ানোর মতো অভিযোগ রয়েছে। আত্মসমর্পণ যাঁরা করেছে তাঁদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৮ জন মহিলা রয়েছে।
মূল স্ত্রোতে ফিরতে চায় একাধিক মাওবাদী
পুলিশসূত্রে খবর, শুক্রবার নারায়ণপুর জঙ্গলের মাওবাদী অধ্যুষিত এলাকায় তল্লাশি অভিযান চালায় ছত্তিশগড় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ সদস্যরা। তখনই মাওবাদীরা তাঁদের আত্মসমর্পণের বার্তা দেয়। তারপর ২২ জনকে থানায় নিয়ে আসে। পুলিশ তাঁদের সমাজের মূল স্ত্রোতে ফিরিয়ে আনার জন্য আর্থিক সাহায্যের কখা ঘোষণা করেন। সেই সঙ্গে ওই এলাকায় বাকি মাওবাদীদের পাকড়াও করতে পুলিশদের সাহায্য করবে বলে জানিয়েছে অভিযুক্তরা। পাশাপাশি অস্ত্র ভাণ্ডারের কোথায় রয়েছে সেটাও তাঁরা জানিয়েছে।
মাওবাদী মুক্ত ভারত
প্রসঙ্গত, আগামী বছরের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অভিযানে এখনও পর্যন্ত নিকেশ হয়েছে কয়েকশো মাওবাদী। আটকও হয়েছে অনেকে। এরমধ্যেই কয়েকজন আত্মসমর্পণও করেছে।