Brain Eating Amoeba, Representational Image (Photo Credit: Latestly)

নয়াদিল্লিঃ ক্রমশ ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। কেরলে বাড়ছে মস্তিষ্কখেকো অ্যামিবার প্রকপ(Brain Eating Amoeba)। এক সপ্তাহে হুহু করে বাড়ল সংক্রমণ(Infection)। কেরল প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত অ্যামিবার (Amoeba) সংক্রমণে কেরলে ২১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত আরও ৮০ জন। এই ঘিলুখেকো অ্যামিবা রোগ নিয়ে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেন, "এখনও পর্যন্ত এই রোগের কোনও উৎস খুঁজে পাওয়া যায়নি। রোগ শনাক্তকরণের কাজ চলছে। পিসিআর টেস্টের মাধ্যমে সবটা পর্যবেক্ষণ করা হচ্ছে।" এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, "আগে শুধুমাত্র কেরলের কোঝিকোড় ও মালাপ্পুরম জেলার মধ্যেই সীমাবদ্ধ ছিল সংক্রমণ। কিন্তু বর্তমানে রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে সংক্রমণ।"

কীভাবে ছড়ায় এই সংক্রমণ?

গরম, বিশেষ করে বদ্ধ, মিষ্টি জলে বাস করে ব্রেন-ইটিং অ্যামিবা। এটি একটি নাইগ্লেরিয়া ফোলেরি বা এককোষী জীব। দূষিত জল নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলে এই সংক্রমণ হয়। পুকুর বা বদ্ধ জলে স্নান করলে এই সংক্রমণের ঝুঁকি বাড়ে।

উপসর্গ কী?

এই রোগের প্রায় ১০ থেকে ১২ রকম উপসর্গ রয়েছে। প্রথম প্রথপ, মাথাব্যথা, বমি-বমি ভাব দেখা যায়। এরপর ধীরে ধীরে গলা ব্যথা, খিঁচুনির মতো উপসর্গ দেখা দেয়।

কেরলের ঘরে ঘরে ঘিলুখেকো অ্যামিবার হানা, মৃতের সংখ্যা বেড়ে ২১