দিল্লি, ২৭ জুলাই: ফের মাঙ্কিপক্সের (Monkeypox) আতঙ্ক। এবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ২ জন মাঙ্কিপক্সে আক্রান্ত বলে প্রাথমিক অনুমান। মাঙ্কিপক্সে আক্রান্ত বলে যে ২ জন সন্দেহের তালিকায় রয়েছেন, তাঁদের নমুনা পাঠানো হয়েছে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। দিল্লিতে মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ ধরা পড়ার কয়েক ঘণ্টার মধ্যে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ২ জনকে সন্দেহের তালিকায় রাখা হয় বলে খবর। দিল্লিতে (Delhi) যে ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত, তাঁর বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই বলে খবর। ফলে বছর ৩১-এর ওই ব্যক্তির উপর নজরদারি শুরু হয়েছে। তবে তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানানো হচ্ছে।
মাঙ্কিপক্স ভারতের (India) ৭৫টি দেশে থাবা বসিয়েছে। ফলে মাঙ্কিপক্সের জেরে গোটা বিশ্ব জুড়ে পাবলিক হেলথ এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। মাঙ্কিপক্স রুখতে প্রত্যেককে সতর্ক থাকতে হবে বলে ঘোষণা করে হু।
আরও পড়ুন: Mamata Banerjee: '২০২৪-এ ক্ষমতায় আসবে না বিজেপি,' বললেন আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী
কেরলে প্রথম মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ে। সংযুক্ত আরব আমিরশাহি ফেরৎ ২ ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ে।