বলাঘাট: হক ফোর্সের (Hawk Forces) সঙ্গে এনকাউন্টারের (encounter) জেরে খতম হল দুই নকশাল। বুধবার ঘটনাটি মধ্যপ্রদেশের(Madhya Pradesh) বলাঘাট (Balaghat) ও মানঘা (Mandla) জেলার সীমান্তবর্তী (border) এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, জয়েন্ট হাক ফোর্স (Joint Hawk Force) অফ মান্ডলা (Mandla) ও বলাঘাট (Balaghat)জেলার যৌথ দল (joint team) বুধবার সকাল থেকে দুই জেলায় তল্লাশি (search operation) শুরু করে। সেসসময় বলাঘাট জেলার গারথি এলাকা (Garhi area) ও মানডাল জেলার (Mandla) মোতিনালার (Motinala) সুপখার (Aupkhar) এলাকায় পুলিশের সঙ্গে নকশালদের গুলির লড়াই (encounter) শুরু হয়।
এপ্রসঙ্গে এএসপি সিং জানান, দুই নকশাল সদস্যকে ঘটনাস্থলেই গুলি করে মারা হয়েছে। এখনও তল্লাশি অভিযোগ চলছে। ওই দুই নকশাল কানহা বোরামদেব কমিটি (Kanha Bhoramdev committe) এলাকায় সক্রিয় ছিল ও তাদের সমস্ত গতিবিধির খবর হকফোর্স টিমের কাছে ছিল।