Ganja Set On Fire In Andhra (Photo: Twitter)

বিশাখাপত্তনম, ১৩ ফেব্রুয়ারি: শনিবার অন্ধ্রপ্রদেশ পুলিশ (Andhra Pradesh Police) জানিয়েছে যে তারা ২০০ কোটি টাকারও বেশি মূল্যের ২ লাখ কেজি গাঁজা (Ganja) পুড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, গত কয়েক বছরে রাজ্যের উপকূলীয় জেলাগুলি থেকে এই পরিমাণ মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছিল। রাজ্য পুলিশের ডিজি গৌতম সাওয়াং বলেছেন যে মাওবাদীরা গ্রামের মানুষকে গাঁজা চাষে উৎসাহিত করছে। ওড়িশার ২৩টি এবং অন্ধ্রের বিশাখাপত্তনম জেলার ১১টি মণ্ডলে গাঁজা চাষ করা হচ্ছিল বেআইনিভাবে।

তিনি বলেন, 'পুলিশের ৪০৬টি বিশেষ দল ১১টি মণ্ডলের ৩১৩টি গ্রামে গাঁজা বাগান ধ্বংস করেছে। অন্ধ্র-ওড়িশা সীমান্তে বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি দল গাঁজা চাষ এবং মাদকের অবৈধ চোরাচালানে জড়িত রয়েছে।"

তিনি আরও জানিয়েছে যে, গাঁজা চাষ করার জন্য দেড় হাজার জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৫৭৭টি মামলা দায়ের হয়েছে। পুলিশ গাঁজা চোরাচালানের সঙ্গে জড়িত ৩১৪টি গাড়ি আটক করেছে।