সোপিয়ান: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) সোপিয়ান (Shopian) জেলায় ফের গ্রেনেড হামলা (grenade attack) চালাল জঙ্গিরা। এর ফলে মৃত্যু হল উত্তরপ্রদেশের দুই শ্রমিকের (labourers)। তাঁদের নাম মনীশ কুমার ও রাম সাগর। বাড়ি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কনৌজ (Kanooj) জেলায়। এই ঘটনার পরেই জঙ্গি সংগঠন দ্য রেসিসটেন্ট ফ্রন্ট (The resistance front) পক্ষ থেকে গ্রেনেড হামলার দায় স্বীকার করে বিবৃতি দেওয়া হয়। তদন্তে নেমে ইমরান বশির গনি নামে অভিযুক্ত জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সোপিয়ান জেলার (Shopian district) হারমেন (Harmen) এলাকায় একটি টিনের শেডের তলায় শুয়েছিলেন উত্তরপ্রদেশের দুই শ্রমিক। আচমকা সেসময় তাঁদের উপর গ্রেনেড ছোঁড়ে অভিযুক্ত জঙ্গি। এর জেরে গুরুতর জখম হন মনীশ কুমার (Manish Kumar) ও রাম সাগর (Ram Sagar)। পরে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ২ জনের।
এপ্রসঙ্গে কাশ্মীর জোনের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেনেড হামলার ফলে কনৌজের দুই শ্রমিক গুরুতর জখম হয়েছিলেন। পরে হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। এই ঘটনার তদন্তে নেমে লস্কর-ই-তইবার শাখা সংগঠন দ্য রেসিসটেন্ট ফ্রন্টের সদস্য ইমরান বশির গনিকে গ্রেপ্তার করেছে সোপিয়ান পুলিশ। তাকে জেরা করে আরও কারা এই ঘটনার পিছনে রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।
Terrorists lobbed hand grenade in Harmen, Shopian in which two labourers namely Monish Kumar & Ram Sagar, both residents of Kannauj, UP got injured. They were shifted to the hospital where they succumbed. Area cordoned off: Jammu and Kashmir Police
— ANI (@ANI) October 17, 2022
Hybrid terrorist of proscribed terror outfit LeT Imran Bashir Ganie of Harmen, Shopian who lobbed grenade arrested by Shopian police. Further investigation and raids are going on: ADGP Kashmir zone, Vijay Kumar
(file photo) pic.twitter.com/LCexK7T09H
— ANI (@ANI) October 17, 2022
J&K | Search operation underway in Harmen, Shopian where terrorists lobbed hand grenade, killing two non-local labourers Monish Kumar & Ram Sagar, last night.
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/Xw4jmSxrRO
— ANI (@ANI) October 18, 2022