Accident Representative Photo (File image)

বুধবার বিকেলে ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রের পুনেতে (Pune)। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ ব্যক্তির। আহত কমপক্ষে ৫ জন। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে পুনে-সোলাপুর জাতীয় সড়কের ইয়াভাত থানা এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ। তাঁরাই হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ ছিল যান চলাচল। তবে ঘন্টাখানেকের মধ্যে স্বাভাবিক হয় পরিস্থিতি। এদিকে দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

জানা যাচ্ছে, বুধবার বিকেলে একটি চারচাকা যাত্রীবাহী গাড়ি উল্টোদিক আসছিল। অন্যদিক থেকে অপর একটি গাড়ি সোলাপুরের উদ্দেশ্য যাচ্ছিল। সেই সময় পুনের দিক যাওয়া গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর গাড়িতে ধাক্কা মারে। আর তাতেই ঘটনাস্থলে দুই ব্যক্তির মৃত্যু হয়। দুটি গাড়ি মিলিয়ে মোট ৫ জন গুরুতর জখম হন। এই দুর্ঘটনার পর ঘটনাস্থলে জাতীয় সড়কের কর্মী, স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগায়।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

অন্যদিকে ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্থ দুই গাড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্তে নেমে হাইওয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।