Imphal Ambushed (Photo Credit: X/Screengrab)

দিন পাঁচেক আগেই মণিপুরে এসে শান্তির বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তারপরেও চুড়াচাঁদপুর এলাকায় চাপা উত্তেজনা চলছিলই। এরমধ্যেই শুক্রবার সেনা কনভয়ে হামলা চালাল বন্দুকবাজেরা। শুক্রবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে মণিপুরের (Manipur) বিষ্ণুপুর জেলার নাম্বোল সবাল লেইকাই এলাকায়। আর এই হামলায় শহিদ হয়েছেন ২ জন জওয়ান। আহত কমপক্ষে ৫ জন। তাঁদের তড়িঘড়ি ইম্ফলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। হাসপাতাল চত্বর কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

জানা যাচ্ছে, এদিন বিকেল ৫টা ৫০ নাগাদ অসম রাইফেলসের ৩৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের একটি গাড়ি পাটসোই কোম্পানি অপারেটিং বেস থেকে নাম্বোল কোম্পানি অপারেটিং বেসের দিকে যাচ্ছিল। তখনই জঙ্গল ঘেরা রাস্তায় বন্দুকবাজেরা হামলা চালায়। পাল্টা জবাব দেয় অসম রাইফেলসের জওয়ানরাও। কিন্তু ততক্ষণে সন্ত্রাসবাদীরা গা ঢাকা দেয়। আহত অবস্থায় ৭-৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ২ জওয়ানের মৃত্যু নিশ্চিত করে। বাকিদের চিকিৎসা চলছে। হাসপাতাল চত্বর কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী।

চলছে তল্লাশি অভিযান

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় এলাকায় স্থানীয় মানুষের ভিড় ছিল। তারমধ্যেই এই হামলা চালানো হয়। যদিও এই ঘটনায় কোনও সাধারণ নাগরিক আহত হননি। এদিকে ঘটনার পর থেকেই নাম্বোল সবাল লেইকাই এলাকায় জোরকদমে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। যদিও বন্দুকবাজদের মধ্যে কারোরই হদিশ এখনও পাওয়া যায়নি।