বেঙ্গালুরুতে (Bengaluru) ভয়াবহ বাস দুর্ঘটনা। চলন্ত বাসের সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরির সংঘর্ষে মৃত্যু কমপক্ষে ২ যাত্রীর। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুর বইরাপুর ক্রসিংয়ে। এই দুর্ঘটনায় এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ১২ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা কয়েকজনের। ঘটনার পর বাসচালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। যদিও এখনও তাঁকে গ্রেফতার করা হয়েছে কিনা, সেই বিষয়ে কিছু জানা যায়নি। ইতিমধ্যেই মৃতদের নাম. পরিচয় জানা গিয়েছে।

দুর্ঘটনায় মৃত ২

পুলিশসূত্রে খবর, মৃতদের মধ্যে বছর ৪৬-এর বালানায়েক রামানগরা জেলার কনকাপুরা তালুকের চৌদাসান্দ্রা গ্রামের বাসিন্দা। অপরজন বছর ৪২-এর শ্বেতা। তাঁর বাড়ি মধ্য জেলার মালাভাল্লি তালুকে। জানা যাচ্ছে, রবিবার সকালে চিকিৎসা চলাকালীন তাঁদের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই দুজনের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ঘটনার পর থেকেই বাস চালক নিখোঁজ। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা বাসের

পুলিশসূত্রে খবর, কর্ণাটক রাজ্য সড়ক পরিবহনের এই বাস মাস্কি থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় বইরাপুর ক্রসিংয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনার খবর প্রথম স্থানীয় বাসিন্দারাই থানায় জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহত ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হলে দুজনের আজ সকালে মৃত্যু হয়।