শনিবার গভীররাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশের ফিরোজাবাদে (Firozabad)। শেষকৃত্য থেকে ফেরার পথে সিরসাগঞ্জের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি যাত্রীবাহী গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আহত কমপক্ষে ১০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিরসাগঞ্জ থানার পুলিশ। তাঁরাই হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিযে যায়, সেখানেই চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। তাঁদের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ
জানা যাচ্ছে, শনিবার রাতে রসুলপুর থানা এলাকার রাঠোর নগরে বাসিন্দারা এক ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। পুলিশসূত্রে খবর, গাড়িতে সেই সময় চালক সহ ১২ জন ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সময় গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা, এবং দুর্ঘটনার আসল কারণ জানতে তদন্ত করছে পুলিশ।
ঘটনার তদন্ত করছে পুলিশ
ইতিমধ্যেই হতাহতদের নাম পরিচয় জানা গিয়েছে। মৃত ২ ব্যক্তির নাম হরিশচন্দ্র (৫৫) ও নীরজ (৩২)। দুজনেই রাঠোর নগর এলাকার বাসিন্দা। তাঁদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।