নয়াদল্লিঃ নিজের চুল(Hair) নিজেই খাওয়ার নেশা। তাও এক দু'দিনের নয়, দীর্ঘ ১৬ বছর ধরে চুল খচ্ছিলেন এক তরুণী। এ বার অস্ত্রোপচার(Operation) করে পাকস্থলি(Stomach) থেকে ২ কেজি চুল বের করলেন চিকিৎসকেরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বরেলিতে। জানা গিয়েছে, এক বিরল মানসিক অসুস্থতায়(Mental Disease) ভুগতেন ওই তরুণী। যার কারণে চুল ছিঁড়ে খেতেন। ১৬ বছর ধরে পাকস্থলিতে চুল জমতে জমতে শারীরিক অবস্থাত অবনতি হয়। কোনও শক্ত খাবার খেতে পারছিলেন না তিনি। অবশেষে সিটি স্ক্যান করে দেখা পেটে জমা হয়েছে চুল। এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেনে ডাক্তাররা। অস্ত্রোপচার করে প্রায় ২ কেজি চুল পাওয়া গিয়েছে পেট থেকে। চিকিৎসকেদের অনুমান ৫ বছর বয়স থেকে চুল খাওয়ার অভ্যাস রয়েছে এই তরুণীর। রোগীর পরিবারের লোকজনেরা জানান, দীর্ঘদিন ধরেই চুল ছেঁড়ার অভ্যাস রয়েছে তাঁর। কিন্তু চুল খাওয়ার অভ্যাসটির কথা তাঁদের অজানা ছিল। মেয়ে পেটে তীব্র ব্যথা অনুভব করায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর সিটি স্ক্যান করার পর কার্যত হতবাক রোগীর পরিবার পরিজনেরা। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচারের পর সুস্থ আছেন ওই তরুণী।
তরুণীর পেট থেকে বের করা হল ২ কেজি চুল
A case has emerged at the district hospital that has left the doctors astonished. A young woman, aged 21, had a mass of hair weighing not just a little, but a full two kilograms removed from her stomach after surgery.
Read more🔗https://t.co/aHJJpshdcR #UttarPradesh pic.twitter.com/NrV6I5fcdu
— The Times Of India (@timesofindia) October 6, 2024