প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ মহারাষ্ট্রে(Maharashtra) অব্যাহত গুলেইন বারি সিনড্রোমের(Guillain-Barre Syndrome) দৌরাত্ম। ফের এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু দুই যুবকের। মহারাষ্ট্রে এই বিরল রোগের শিকার হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। জানা গিয়েছে, পুনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই দুই রোগী। একজনের বয়স ২৭ ও আর এক জনের ৩৭। হাসপাতাল সূত্রে খবর, গত ১৫ জানুয়ারি পেট খারাপের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কোনও ওষুধপত্র ছাড়াই সেরে ওঠে। কিন্তু ২২ জানুয়ারি থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। পরীক্ষা করে জানা যায় গুলেইন বারি সিনড্রোমে আক্রান্ত তিনি। শুরু হয় চিকিৎসা। কিন্তু ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দেন নান্দেগাঁও এলাকার ওই মহিলা। ওই হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

ফের প্রাণ কাড়ল গুলেইন বেরি সিনড্রোম

অন্যদিকে এই বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ৩৭ বছরের ব্যক্তির। পুনের সাসন জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত এই বিরল রোগে আক্রান্ত হয়েছেন ২১১ জন মানুষ। প্রসঙ্গত, গুলেইন বারি সিনড্রোম মূলত স্নায়ুর সমস্যা ৷ এই রোগের উপসর্গ হল হাঁটাচলায় সমস্যা, ধীরে ধীরে শরীরের ঊর্ধ্বাঙ্গ অকেজো হতে শুরু করে ৷ সময়ের সঙ্গে শারীরিক দুর্বলতা বাড়তে থাকে ৷ শ্বাস-প্রঃশ্বাস নিতে সমস্যা হওয়া ৷ অনেক সময় মুখ বেঁকে যাওয়া ও কথা জড়িয়ে যাওয়ার মতো উপসর্গও দেখা দেয় ৷ অনেকক্ষেত্রে রক্তচাপের সমস্যা দেখা দেয় ৷ তবে সঠিক সময় চিকিৎসা শুরু করলে এই রোগ থেকে সেরে ওঠাও সম্ভব বলে মত বিশেষজ্ঞদের ৷

মহারাষ্ট্রে চোখ রাঙাচ্ছে গুলেইন বেরি সিনড্রোম, ফের মৃত্যু ২ জনের