তামিলনাড়ুতে (Tamil Nadu) কুমিরের হানায় মৃত্যু যুবকের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে তিরুভান্নামালাই জেলার সাথানুর বাঁধ এলাকায়। এদিন সকালে বাঁধের পাশে একটি মাঠে গবাদি পশু নিয়ে গিয়েছিল যুবক। সেই সময় নদীতে মুখ ধুঁতে নেমেছিলেন এবং সেই সঙ্গে মাছও ধরছিলেন। তখনই এক কুমির আচকাই তাঁর পা কামড়ে ধরে নদীতে টেনে নিয়ে যায়। আর তাতেই মৃত্যু হয় যুবকের। পুলিশ এসে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় বেড়েছে কুমির আতঙ্ক।
স্থানীয় বাসিন্দারা বাঁচানোর চেষ্টা করেন
জানা যাচ্ছে, মুনিস্বরণ (১৯), পেরিয়া মালাই বেদিয়াপ্পান কোইল এলাকার বাসিন্দা। বর্তমানে সে কলেজে স্নাতকস্তরে পড়াশুনো করছিলেন। এদিন সকালে সে গবাদি পশুকে ঘাস খাওয়াতে পাঠে নিয়ে গিয়েছিলেন। সেই সময়ই ঘটে ঘটনাটি। পরিস্থিতি দেখে স্থানীয় বাসিন্দারা তাঁকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। এক প্রত্যদর্শী বলেন, আমরা লাঠি, পাথর ছুড়ে কুমিরের মুখ থেকে যুবককে বাঁচানোর চেষ্টা করেছিলাম।
দমবন্ধের কারণে মৃত্যু যুবকের
পুলিশের তরফে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যুবকের পা ধরে নদীতে টেনে নিয়ে গিয়েছিল কুমির। আর তাতেই আতঙ্ক ও দমবন্ধের কারণে মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।