নয়াদিল্লি স্টেশনের ছবি (Photo Credit: X)

নয়াদিল্লিঃ মহাকুম্ভে(Mahakumbh 2025) পদপিষ্ট(Delhi Stampede) হয়ে মৃত্যুর ঘটনার এক মাসও কাটেনি। এরই মধ্যে ফের বিপর্যয়ের মুখে কুম্ভযাত্রীরা। মহাকুম্ভের পথে মর্মান্তিক দুর্ঘটনা। নয়াদিল্লি রেল স্টেশনে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ১৮ জনের। মৃতদের মধ্যে ১১ জন মহিলা এবং ৪টি শিশু রয়েছে বলে খবর। আহত হয়েছেন ১২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুম্ভের ট্রেন ধরা নিয়ে ধাক্কাধাক্কি, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮

জানা গিয়েছে, শনিবার রাতে মহাকুম্ভে যাওয়ার জন্য নয়াদিল্লি স্টেশন থেকে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন শয় শয় যাত্রী। এদিকে ট্রেন আসতে দেরি হচ্ছিল। রাত সাড়ে আটটা নাগাদ বারাণসীগামী শিবগঙ্গা এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢোকার সঙ্গে সঙ্গে ট্রেন ধরতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্য়ে। ১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজগামী ট্রেন দাঁড়ানোয় যাত্রীদের মধ্যে পড়ে যায় হুড়োহুড়ি।ভিড়ের চাপে শুরু হয় ধাক্কাধাক্কি। আর তখনই ধাক্কাধাক্কিতে পড়ে যান বেশ কয়েকজন পুণ্যার্থী। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিছু জনের। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় তিনজনের। প্রথমে ভারতীয় রেলওয়ের তরফে গোটা ব্যাপারটি অস্বীকার করা হলেও পরে গোটা ঘটনার কথা স্বীকার করতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সকলেই।

কুম্ভে যাওয়ার পথে বিপত্তি, দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ পুণ্যার্থীর, আহত ১২