জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজই ভারত ছেড়ে ইন্দোনেশিয়ার বালিতে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই জি২০-র সভাপতিত্ব গ্রহণ করবেন প্রধানমন্ত্রী মোদী। মোট ৪৫ ঘণ্টা তিনি ইন্দোনেশিয়ায় থাকবেন। সেই সময়কালে তিনি পরপর কর্মসূচিতে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর দফতর অনুযায়ী, ৪৫ ঘণ্টায় ২০টি কর্মসূচিতে যোগ দেবেন মোদী। জি২০ সম্মেলন শেষে ১৬ নভেম্বর দেশে ফিরবেন মোদী।
Prime Minister Narendra Modi departs for Bali, Indonesia to attend the 17th #G20Summit
(Source: DD News) pic.twitter.com/IumqqU3vNG
— ANI (@ANI) November 14, 2022
এই সফর নিয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেখানে প্রধানমন্ত্রী বলেন-
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ১৭তম জি ২০ (G20) নেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে আমি ১৪-১৬ নভেম্বর,২২ পর্যন্ত ইন্দোনেশিয়ার বালি সফর করব।বালি শীর্ষ সম্মেলনের সময়, আমি অন্যান্য জি২০ নেতৃবৃন্দের সাথে বৈশ্বিক উদ্বেগের মূল বিষয়গুলিতে বিস্তৃত আলোচনা করব, যেমন বৈশ্বিক প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করা, খাদ্য ও শক্তি নিরাপত্তা, পরিবেশ, স্বাস্থ্য এবং ডিজিটাল রূপান্তর। জি২০ শীর্ষ সম্মেলনের পাশাপাশি, আমি অন্যান্য অংশগ্রহণকারী দেশের নেতাদের সাথে দেখা করব এবং তাদের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করব।
Leaving for Bali, Indonesia, to take part in the G-20 Summit. I will have the opportunity to interact with various world leaders on a wide range of issues. I will also be addressing a community programme. @g20org https://t.co/lcoFLZaTtt
— Narendra Modi (@narendramodi) November 14, 2022
প্রধানমন্ত্রী আরো বলেন, জি২০ শীর্ষ সম্মেলনে আমি ভারতের কৃতিত্বগুলি তুলে ধরব। পাশাপাশি সম্মিলিতভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষেত্রে আমাদের অটল প্রতিশ্রুতি ব্যক্ত করব। ভারতের জি২০ প্রেসিডেন্সি 'বসুধৈব কুটুম্বকম' বা 'এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যত' থিমের ওপর ভিত্তি করে হবে। এটা সকলের জন্য ন্যায়সঙ্গত বৃদ্ধি এবং সবার উজ্জ্বল ভবিষ্যতের বার্তাকে তুলে ধরবে।’