প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

ভাগলপুর, ২১ অগাস্ট: ফের জীবন নিল পাবজি (PUBG)-গেমের নেশা। বিহারের ভাগলপুরে ১৭ বছরের এক তরুণ পাবজি গেমে হারের পর আত্মহত্যা করল। শুক্রবার রাতে অনলাইনে পাবজি খেলছিল ১৭ বছরের রোশন কুমার (ডাক নাম বিকাশ)। ভাগলপুরের চোঠি সারধো গ্রামে তার বাড়ি। কাল রাতের খাবার না খেয়ে পাবজি-তে বুঁদ ছিল সে। সকালে উঠে পরিবারের লোকেরা

দেখে তার ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর সাড়া না মেলায় দরজা ভেঙে যায় ঘরের সিলিং ফ্যানে বেঁধে ঝুলে সে আত্মহত্যা করেছে। ছেলেটির বাবা ও দাদা সকালে বাড়ি বাড়ি সংবাদপত্র দেয়। সংবাদপত্র দিয়ে বাড়ি ফেরে দেখে বিকাশ আত্মহত্যা করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তে নিশ্চিত হওয়া গিয়েছে ছেলেটি আত্মহত্যা করেছে। আরও পড়ুন- উত্তাল বঙ্গোপসাগর থেকে ২৭ বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় কোস্ট গার্ড

দেখুন টুইট

তবে পাবজি-র সঙ্গে এই আত্মহত্যার পিছনে ত্রিকোণ প্রেমের কথাও শোনা যাচ্ছে। বিকাশ গ্রামের একটি মেয়েকে ভালবাসত। কিন্তু মেয়েটি অন্য একটি ছেলেকে ভালবাসার কথা বলায়, সে নিজেকে হতাশায় ক দিন ঘরবন্দি রেখেছিল। তার ওপর পাবজি-তে হারের হতাশা যোগ হওয়ায় সে আত্মহত্যা করেছে বলে বিকাশের দাদা জানায়। পরিবারের লোকেরা জানায়, বিকাশের দারুণ রকম পাবজি-র নেশা ছিল, জিতে গেলে আনন্দে ফেটে পড়ত, হেরে গেলে মাঝেমাঝে খাওয়া-দাওয়া ছেড়ে দিত। ২০২০ সালে পাবজি-কে নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। পরে নাম ও মালিকানায় সামান্। রদবদল করে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া নামে নতুন করে আসে।