Representational Image (Photo Credit: X)

আত্মীয়ের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। সেই আত্মীয়ই সর্বনাশ ডেকে আনল নাবালিকার জীবনে। চলন্ত গাড়িতে মদ্যপ অবস্থায় এক বছর ১৬-এর কিশোরীকে ধর্ষণ করল দুই যুবক। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ত্রিপুরায় (Tripura)। যদিও ঘটনার দিনই রাতে দুজনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে নির্যাতিতাকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই তাঁর স্বাস্থ্যপরীক্ষা হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে সে। অন্যদিকে আটক হওয়া দুই যুবককে শুক্রবার আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

মন্দির থেকে ফেরার পথে কিশোরীকে গণধর্ষণ

জানা যাচ্ছে, বৃহস্পতিবার পি.আর বাড়ি থানা এলাকায় বাড়ি নির্যাতিতার। মোহনভোগ এলাকায় নিজের দাদার সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেখানেই তাঁকে দাদার শ্বশুরবাড়ির আত্মীয়রা উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে ঘুরতে নিয়ে যায় মিঠুন দেবনাথ ও বাওয়ার দেববর্মা নামে দুই বছর ২৪-এর যুবক। ১০টা নাগাদ মন্দির থেকে বেরিয়ে গাড়ি করে উদয়পুর স্টেশনে যান তিনজনে। সেখানেই দুই যুবক লুকিয়ে মদ্যপান করে। এরপর চলন্ত গাড়িতেই তাঁকে ধর্ষণ করে দুই যুবক।

পালানোর চেষ্টা করলে অভিযুক্তদের পাকড়াও করে পুলিশ

সাড়ে ১০টা নাগাদ কাকারবন থানা এলাকার কিশোরগঞ্জের আউটপোস্ট আসতেই কিশোরী বাঁচার চেষ্টা করতে গাড়ি থেকে চিৎকার করে ওঠে। তখনই পুলিশের সন্দেহ হয়। তারপর গাড়ি থামতেই নির্যাতিতা পুলিশকে সমস্তটা জানায়। ঘটনাস্থল থেকে মিঠুন দেবনাথ ও বাওয়ার দেববর্মা পালানোর চেষ্টা করলেও তাঁকে ধরে ফেলে পুলিশ। তারপর তাঁদের গ্রেফতার করা হয়।