দিল্লি: শুক্রবারই ফলাফল প্রকাশ হয়েছে CBSE বোর্ডের ক্লাস ১০ ও ১২ পরীক্ষার (CBSE Class 10th & 12th result)। আর পরীক্ষায় আশানুরূপ নম্বর না পাওয়ার জেরে নিজের বাড়িতে সিলিং ফ্যানের (ceiling fan) সঙ্গে গলায় দড়ি (hanging) দিয়ে আত্মঘাতী হল (suicide) ক্লাস ১২-এর ১৬ বছর বয়সী এক ছাত্রী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির (West Delhi) হরি নগর (Hari Nagar) এলাকায়।
শনিবার এপ্রসঙ্গে দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, সিবিএসসির ক্লাস ১২-এর পরীক্ষায় ভালো ফল না হওয়ার অবসাদে (Depressed) পশ্চিম দিল্লির হরি নগর এলাকার একটি ১৬ বছরের কিশোরী নিজের বাড়িতে (home) গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। বিজ্ঞান বিভাগে (science stream) ৭৫ শতাংশ নম্বর পেলেও গভীর অবসাদগ্রস্ত (deeply upset) হয়ে পড়েছিল সে। তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট (suicide note) পাওয়া যায়নি। কিশোরীর মৃতদেহটি (dead body) ডিডিইউ হাসপাতালের (DDU Hospital) মর্গে (mortuary) সংরক্ষণ (preserved) করে রাখা রয়েছে। আজ ময়নাতদন্ত (autopsy) করা হবে। আরও পড়ুন: Karnataka Election Results 2023: কংগ্রেসের কর্ণাটক জয়ের পর মুখ খুললেন মোদী, কী বললেন প্রধানমন্ত্রী
Depressed over CBSE Class 12th result, a 16-yr-old girl committed suicide by hanging herself from a ceiling fan at her home in West Delhi's Hari Nagar area, an official said.
"She had secured 75% marks in science stream & she was deeply upset. No suicide note was found. The dead… pic.twitter.com/YL5Lcpg0Tu
— IANS (@ians_india) May 13, 2023