আলাপ্পুঝা, ২৪ জানুয়ারি: ব্যাকওয়াটারের মাঝেই জ্বলছে আরামদায়ক হাউসবোট (luxury houseboat), চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কেরালার আলাপ্পুঝার কাছে ভেম্বানাদ লেকে। গোটা বোটটি আগুনের গ্রাসে চলে গেলেও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। বলতে কপালজোরেই প্রাণে বেঁচেছেন হাউসবোটের যাত্রীরা। প্রায় ১৬জন ছিলেন হাউসবোটটিতে। আগুন লাগার খবর পেতেই সবাই ভয় পেয়ে যান। ভেবেচিন্তে কিছু করার সময় ছিল না, হাওয়ার কারণে আগুন বাড়ছিল, খুব দ্রুত হাউসবোটটি আগুনের গ্রাসে চলে যাচ্ছে বুঝতে পেরে ১৬জনই লেকের জলে ঝাঁপ দেন। যাত্রীদের মধ্যে ছয় জন মহিলা ও তিনজন শিশুও ছিল। শিশুদের মধ্যে একজনের বয়স মাত্র ছয় মাস। তাকে প্রায় কাঁধে নিয়েই জলে ঝাঁপিয়ে পড়েন বাবা।
কপাল ভাল বলতে হবে, কাছেই ছিল রাষ্ট্রীয় পরিবহনের একটি বোট। তড়িঘড়ি বিপদগ্রস্ত যাত্রীদের উদ্ধার করা হয়। খবর পেয়ে উদ্ধারের জন্য় চলে আসে স্পিড বোট। পর্যটক ও ক্রুদের উদ্ধার করে কাছের মুহাম্মা জেটিতে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, আগুন থেকে বাঁচতে জলে ঝাঁপালেও যাত্রীদের তেমন কোনও ক্ষতি হয়নি, চিকিৎসকরা পরীক্ষা করে গিয়েছেন। তাছাড়া ঘটনাস্থল তীরের কাছে হওয়ায় সেখানে জল মাত্র পাঁচফুট গভীর ছিল। তবে জানা গিয়েছে যাত্রীবাহী বিলাসবহুল হাউসবোটটির কোনও ছাড়পত্র নেই। বিনা অনুমতিতেই চলছিল লেকে। ইতিমধ্যে বোট মালিককে তলব করা হয়েছে। আগুন লাগার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রান্নাঘরে যেহেতু আগুন লেগেছে তা শটসার্কিট যেমন কারণ হতে পারে, তেমনই রান্নার গ্যাসও লিক করতে পারে। তবে তদন্তে যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না প্রকৃত কারণ কোনটি। আরও পড়ুন-Aadhaar-Voter ID Linking Likely To Resume: কমিশনের প্রস্তাবে সায়, ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বরের সংযুক্তিকরণে সংশোধনী আইন আনছে কেন্দ্র
জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা সওয়া একটা নাগাদ ভেম্বানাদ লেকে ঘটনাটি ঘটে। ১৬ জন যাত্রী ও ক্রু মেম্বারদের নিয়ে হাউসবোটটি কাছের পাথিরামানাল (Pathiramannal) দ্বীপে যাচ্ছিল। বেলা সাড়ে এগারোটা নাগাদ থেকে কুমারাকম থেকে রওনা দিয়েছিল এই ডবল ডেকার হাউসবোট