স্কুলের রান্নাঘরে দুধ ফোটানো হচ্ছিল। খেলতে খেলতে সেই রান্নাঘরে ঢুকে দুধের গামলায় পড়ে মৃত্যু হল এক শিশুর। গত ২০ সেপ্টেম্বর দুপুরে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) অনন্তপুর জেলার কোরাপাড়ু এলাকায়। ওই স্কুলের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন শিশুটির মা। তাঁর অসাবধানতাতেই ঘটে দুর্ঘটনা। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল ওই শিশু। সম্প্রতি তাঁর মৃত্যু হয়। ঘটনার পর শোকস্তব্ধ পরিবার। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
দুধের গামলায় পড়ে যায় শিশুটি
জানা যাচ্ছে, ঘটনার দিন স্কুলের রান্নাঘরে দুধ ফোটাচ্ছিলেন শিশুটির মা। সেই সময় কোনও একটি কারণে তিনি রান্নাঘর থেকে বেরিয়ে যান। আর সেই সুযোগে একটি বিড়াল ধরতে রান্নাঘরে ঢুকে পড়ে শিশুটি। তখনই অসাবধানতাবশত ফুটন্ত দুধের গামলায় পড়ে যায়। তাঁর চিৎকার শুনে চলে আসে মা ও স্কুলের সদস্যরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
সেখানে ২দিন চিকিৎসা চলার পরেও অবস্থার অবনতি ঘটলে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, দেহের ৭০ শতাংশ অংশ পুড়ে গিয়েছিল। বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালিন তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর শিশুর দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।