Death, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ বাবা-মায়ের (Parents) হাত ধরে বেড়াতে গিয়েছিল। কিন্তু আর ফেরা হবে না কে জানত! তামিলনাড়ুর (Tamil Nadu) উটিতে (Ooty) গাছ উপড়ে পড়ে মৃত্যু কেরলের ১৫ বছরের নাবালকের। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর নীলগিড়ি জেলার উটিতে। রবিবার বিকেল থেকেই ঝোড়ো হাওয়ার দাপট শুরু হয় উটিতে। আর তাতেই উপড়ে যায় রাস্তার একটি গাছ। সোজা গিয়ে পড়ে ওই নাবালকের উপর। তাতে গুরুতর আহত হন ওই নাবালক। তাকে উটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

উটিতে গাছ উপড়ে নাবালকের মৃত্যু

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মাটি আলগা হয়ে যাওয়ার কারণে গাছটি উপড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে ঝড়ের দাপটে ওলটপালট উটির বিস্তীর্ণ অংশ। এই বিষয়ে মন্ত্রী স্বামীনাথন বলেন, "প্রশাসন সমস্ত রকম সুবিধা দিতে তৎপর। খুব কম সংখ্যক মানুষই কাঁচা বাড়িতে থাকেন। তাঁদের জন্য ব্যবস্থা করা হয়েছে। পর্যটকদের সতর্ক করা হয়েছে। কেরলের এক ১৫ বছরের নাবালকের মৃত্যু হয়েছে যা অত্যন্ত মর্মান্তিক। প্রশাসন নিহতের পরিবারের পাশে রয়েছে। তাঁদের সমস্ত রকম সাহায্য করতে প্রস্তুত।"

উটি বেড়াতে গিয়ে আর ফেরা হল না, বাবা-মায়ের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৫ বছরের নাবালক