নতুন দিল্লি, ১৭ মার্চ: অন্তত ১৫- ২০ জন ভারতীয় এখনও যুদ্ধ বিধস্ত ইউক্রেনে (Ukraine) পড়ে রয়েছেন। উদ্ধারের জন্য তাঁরা অপেক্ষা করছেন। আজ একথা জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Foreign Ministry spokesperson Arindam Bagchi)। তিনি আশ্বস্ত করেছেন যে 'অপারেশন গঙ্গা' এখনও শেষ হয়নি। অরিন্দম বলেছেন, "আমরা আটকে পড়া লোকজনকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছি। কিছু লোক এখনও খেরসনে রয়েছেন। সাড়ে ২২ হাজারের বেশি ভারতীয়কে ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কেউ কেউ বিচ্ছিন্ন পকেটে ছিলেন, কেউ কেউ ফিরতে চাইছেন না।"
অরিন্দম বলেন, "আমরা এখনও যোগাযোগ করছি। আমাদের মূল্যায়ন অনুসারে ১৫-২০ জন আসতে চান। বাকিরা আসতে চান না। আমরা তাঁদের সরিয়ে নেওয়ার একটি উপায় বের করব। অপারেশন গঙ্গা শেষ হয়নি এবং যারা সরে যেতে ইচ্ছুক, তাঁদের সবাইকে সাহায্য করছি।"
২৪ ফেব্রুয়ারি রাশিয়া (Russia) সেনা ইউক্রেনে হামলা চালাতে শুরু করে। সেই সময় ইউক্রেনে প্রায় ২০ হাজারের বেশি ভারতীয় ছিলেন। অর্ধেকেরও বেশি পড়ুয়া রাশিয়ার সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনের বিশ্ববিদ্যালয়গুলিতে ছিলেন। ওই এলাকা সংঘাতের কেন্দ্রবিন্দু ছিল। আরও পড়ুন: The Kashmir Files: 'দ্য কাশ্মীর ফাইলস হলে লাখিমপুর ফাইলসও হওয়া উচিত', কৃষক মৃত্যু নিয়ে ফের বিজেপিকে খোঁচা অখিলেশের
Govt takes seriously the actions motive of which is to destroy India's unity & sovereignty. Hope OIC won't encourage nations&orgs indulging in terrorism & anti-India activities. Unfortunate that it's driven by single agenda: MEA on OIC inviting Hurriyat at Foreign Ministers’ meet pic.twitter.com/oi1DeHPRJI
— ANI (@ANI) March 17, 2022
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে কেন্দ্র ‘অপারেশন গঙ্গা’ চালু করেছিল। সেই অভিযানে দেশে ফিরেছেন ২২ হাজার ৫০০ জনেরও বেশি ভারতীয়।