
নয়াদিল্লিঃ বিয়েবাড়ি যাওয়ার পথে ধর্ষণের শিকার ১৪ বছরের নাবাকিকা। গ্রেফতার ১। পলাতক আরও ১। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার কদমতলা এলাকায়। নির্যাতিতা ধর্মনগরের কুর্তি গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, শনিবার গ্রামেরই এক বিয়েবাড়িতে নিমন্ত্রিত ছিল সে। সেজেগুজে বিয়েবাড়ির দিকেই যাচ্ছিল সে। সেখানেই তার পথ আটকায় দুই যুবক। তার মধ্যে একজন নাবালক। এরপর একটি পরিত্যক্ত মাদ্রাসা হোস্টেলে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়। তাকে সেখানে ফেলে রেখে পালায় তারা।
ত্রিপুরায় গণধর্ষণের শিকার নাবালিকা
বাড়ি ফিরে গোটা ঘটনা জানাতে গোটা গ্রাম জানাজানি হয়ে যায় বিষয়টি। গ্রামবাসীরা মিলেই এক অভিযুক্তকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। জানা গিয়েছে, ওই অভিযুক্তের বয়স ১৯ বছর। ওই গ্রামেরই বাসিন্দা সে। অপরজনের খোঁজ চলছে। অন্যদিকে নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। শারীরিক পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। ত্রিপুরা পুলিশের এক আধিকারিক বলেন, "বিয়েবাড়ি জাওয়ার পথে এই ঘটনার শিকার হয় এক নাবালিকা। গ্রামেরই দুই যুবক এই ঘটনায় জড়িত। তার মধ্যে একজনকে গ্রামবাসীরাই আমাদের হাতে তুলে দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরজনের খোঁজ করা হচ্ছে। ইতিমধ্যেই গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। "
বিয়েবাড়ি যাওয়ার পথে গণধর্ষণের শিকার নাবালিকা, গ্রেফতার ১, পলাতক ১
Tripura Shocker: 14-Year-Old Girl Gang-Raped Inside Abandoned Madrassa Hostel in Kadamtala Area, 1 Arrestedhttps://t.co/PECwIESmB2#Tripura #CrimeNews
— LatestLY (@latestly) April 13, 2025