Police, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ কথাতেই আছে বয়স সংখ্যা মাত্র। আর তা যেন আরও একবার প্রমাণ করল গুজরাটের (Gujarat) সুরাটের (Surat) একটি ঘটনা। ১৩ বছরের ছাত্রের প্রেমে হাবুডুবু ২৩ বছরের শিক্ষিকা। সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে প্রেমিক ছাত্রের হাত ধরে পালালেন শিক্ষিকা। গুজরাট-রাজস্থানের শামলাজি সীমান্ত থেকে আটক যুগল। পুলিশি জেরায় ওই শিক্ষিকা জানিয়েছেন, সুরাট থেকে পালিয়ে আহমেদাবাদে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে দিল্লি, বৃন্দাবন সোজা চলে যান জয়পুর। আর সেখান থেকে ফেরার পথেই পুলিশের হাতে ধরা পড়েন তাঁরা।

নাবালক ছাত্রের হাত ধরে শহর ছাড়লেন শিক্ষিকা, পুলিশের জালে যুগল

শিক্ষিকা জানান, দীর্ঘ তিনবছর ধরে ওই নাবালককে পড়াতেন তিনি। পড়ানো থেকেই দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ধীরে ধীরে আরও ঘনিষ্ঠতা বাড়ে। শারীরিক সম্পর্কের জেরে গর্ভবতী হয়ে পড়েন তিনি। এরপরই নিজেদের শহর ছেড়ে পালানো সিদ্ধান্ত নেন তিনি। শিক্ষিকা পুলিশকে এও জানান যে, তিনি চাইলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দিতে পারেন যে তাঁর গর্ভস্থ সন্তানের পিতা ওই নাবালকের। অন্যদিকে ওই শিক্ষিকার বিরুদ্ধে অপহরণ সহ একাধিক মামলা রুজু করে ছাত্রের পরিবার। নাবালক ছাত্রকে পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ।

 পড়াতে পড়াতে প্রেম, ১৩ বছরের ছাত্রের হাত ধরে পালালেন ২৩ বছরের অন্তঃসত্ত্বা শিক্ষিকা