প্রতাপগড়, ১৩ এপ্রিল: প্রতাপগড়ের শামসেরগঞ্জ এলাকায় একটা গুজব ছড়িয়ে পড়ে যে লকডাউনের বাজারে দুধ পান করছে ভগবান শিব (Lord Shiva Idol Drinking Milk)। স্থানীয় মন্দিরেই ঘটেছে সেই ঘটনা। খবর পেয়ে স্থানীয় ১৩ জন শিবমন্দিরে ছুটে যান। লকডাউনের নিময় লঙ্ঘন করায় ওই ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে জানা যায়, শামসেরগঞ্জ এলাকার বাসিন্দা রাজেশ কৈশল রবিবার নিজে থেকে এই গুজব রটিয়ে দেন যে তাঁর বাড়ি লাগোয়া মন্দিরের শিবলিঙ্গ দুধ পান করছে। এদৃশ্য তিনি দেখেছেন। খবর পেয়েই ভক্তরা দুধের গ্লাস নিয়ে মন্দিরের দিকে দৌড়ে চলে যান। লকডাউনের বাজারে যখন সংক্রমণের ভয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে। সেই সময় এই ঘটনা রীতিমতো হুলুস্থূল ফেলে দেয়। ভিড় নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়ে যায় পুলিশ। আরও পড়ুন-Gujarat Men Use Drones To Deliver Pan Masala: করোনার বাজারে ড্রোনে চড়ে খদ্দেরের বাড়ি যাচ্ছে পানমশলা, ভিডিও ভাইরাল
স্থানীয় জেঠওয়াড়া থানার পুলিশ বিনোদ কুমার যাদব জানান, ১৩ জন লকডাউনের নিয়ম ভাঙায় তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ অন্যদেরও চিহ্নিত করার চেষ্টা করছে যারা করোনার বাজারে শিবঠাকুরকে দুধ খাওয়াতে ছুটে গিয়েছিল। পুলিশ বাসিন্দাদের কাছে অনুরোধ করেছে যে কোনওরকম গুজব ছড়াবেন না। লকডাউনের নিয়মকানুন মেনে চলুন। নাহলে মামলা রুজু করা হবে। একসঙ্গে ৬ জনের শরীরে কোভিড-১৯ এ জীবাণু মেলায় গত সপ্তাহেই খবরের শিরোনামে চলে আসে প্রতাপগড়।