নয়াদিল্লিঃ মঙ্গলবার থেকেই হড়পা বানে বিপর্যস্ত উত্তরকাশী(Uttarkashi)। আচমকাই হড়পা বানের (Flash Floods) জেরে লণ্ডভণ্ড উত্তরকাশীর বিস্তীর্ণ অংশ। এই এই বানের জেরে ভেসে গেল হরশিলের সেনা ছাউনি। এই ঘটনার পর থেকে নিখোঁজ ১১ জন জওয়ান। এদিকে হড়পা বানের জেরে উত্তরকাশীতে পাঁচজনের নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
হড়পা বানে ভেসে গেল সেনা ছাউনি, লণ্ডভণ্ড উত্তরকাশী
মঙ্গলবার দুপুরে মেঘ ভাঙা বৃষ্টির কারণে আচমকাই হড়পা বান আসে উত্তরকাশীর ধারালি গ্রামে। সেনা ছাউনি থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। কিন্তু পরে হড়পা বানের মুখে পড়ে ওই সেনা ছাউনিও। ভেঙে পড়ে গোটা ছাউনি। নিখোঁজ ১১ জওয়ান। সেই ধাক্কা সামলে উত্তরকাশী জুড়ে উদ্ধারকার্যে নেমে পড়েন অন্যান্য জওয়ানরা। সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, "ঘটনার ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান ১৫০ জন জওয়ান। উদ্ধারকার্যে হাত লাগায় তাঁরা। পরিস্থিতির উপর পূর্ণ নজর রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত নাগরিকদের সমস্তরকম সাহায্য করতে দায়বদ্ধ ভারতীয় সেনা।" অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন তিনি। অন্যদিকে দুর্যোগের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কেদারনাথ যাত্রা।
হড়পা বানে বিপর্যস্ত উত্তরকাশী, ভেসে গেল সেনা ছাউনি, নিখোঁজ ১১ জওয়ান
Nine soldiers feared missing after flash floods hit Uttarakhand army camp in Harshilhttps://t.co/eT8ZU2HQwr#Uttarakhand #Flashflood #cloudburst #Harshil #Dharali #IndianArmy
— India Blooms (@indiablooms) August 5, 2025