প্রতীকী ছবি (Photo Credits: PTI)

দান্তেওয়াড়া:  ছত্তিশগড়ে (Chhattisgarh) মাওবাদীদের আইইডি হামলার ফলে প্রাণ হারালেন ১০ জন পুলিশকর্মী-সহ ১১ জন। বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দান্তেওয়াড়া জেলার আরানপুরের কাছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আরানপুরের কাছে একটি রাস্তা দিয়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের জওয়ানদের নিয়ে একটি গাড়ি যাচ্ছিল। রাস্তায় মাওবাদীদের পুঁতে রাখা আইআইডি বিস্ফোরণের ফলে ভয়াবহ বিস্ফোরণ হয়। এর জেরেই মৃত্যু হয় ১০ পুলিশকর্মী ও গাড়ির চালকের।

এই ঘটনার খবর পেয়েই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করার পাশাপাশি মাওবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Chhattisgarh CM Bhupesh Baghel)। এপ্রসঙ্গে তিনি বলেন, "এটি খুবই দুঃখজনক একটি ঘটনা। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এই ঘটনার অপরাধীদের শাস্তি না দেওয়া পর্যন্ত এই লড়াই চলবে।"

ভিডিয়োতে শুনুন তাঁর বক্তব্য:

ছত্তিশগড়ে এই হামলার খবর পাওয়ার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ফোন করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে কথা বলেন। এই বিষয়ে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। আরও পড়ুন: Chandan Ram Das Dies: প্রয়াত উত্তরাখন্ডের পরিবহনমন্ত্রী চন্দন রাম দাস