নয়াদিল্লিঃ দশমীতে (Dashami) দুর্ঘটনা(Accident)। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) খান্ডোয়া জেলার পান্ধনায় দুর্গা (Durga) বিসর্জনে ট্রাক্টর ট্রলি উল্টে ১৩ জনের মৃত্যু। মৃতদের মধ্যে বেশিরভাগই নাবালক-নাবালিকা।
জানা গিয়েছে, আরদলা এবং জামলি গ্রামে বিসর্জনের সময় এই দুর্ঘটনা ঘটে। পুকুরের কাছে উল্টে যায় ট্রাক্টরটি। জলে পড়ে যান ট্রলিতে থাকা সক্কলে। এখনও পর্যন্ত ১৩ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। আরও কয়েকজনের জলে পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর। আহতদের খান্ডোয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, একই দিনে উজ্জয়নীর জেলার ইঙ্গোরিয়া এলাকায় দুর্গা বিসর্জনের সময় ট্রলি উল্টে দু'জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে চারজন। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "খান্ডোয়ার জামলি গ্রাম ও উজ্জয়নীর কাছে দুর্গা বিসর্জনের সময় এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক।শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।" শুধু তাই নয়, নিহতদের পরিবারের হাতে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
দশমীর বিসর্জনে বিপত্তি, ট্রলি উল্টে পুকুরে পড়ে মৃত্যু ১৩ জনের
Madhya Pradesh :मध्य प्रदेश के खंडवा जिले में दुर्गा प्रतिमा विसर्जन के दौरान ट्रैक्टर-ट्रॉली तालाब में गिरने से 11 लोगों की मौत
11 killed as tractor-trolley falls into pond during Durga idol immersion in #MadhyaPradesh's #Khandwa districthttps://t.co/WGMrP9X6up pic.twitter.com/NZqUdq62N6
— Vijay Upadhyay (@piovijay) October 2, 2025