Bihar: বিহারে ধরাশায়ী কংগ্রেস, ১১ বিধায়কের ইস্তফার সম্ভবনা
কংগ্রেসের পতাকা প্রতীকী ছবি(Photo Credit: PTI)

পটনা, ৬ জানুয়ারি: রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি (BJP)। এরপরই বিহারে ক্রমশ ধস নেমেছে বিরোধী দলের। বিহারে (Bihar) ধসের মুখে কংগ্রেস (Congress)। ১৯ বিধায়কের মধ্যে ১১ জন বিধায়কের পদত্যাগের সম্ভাবনা। মঙ্গলবার এমনটাই জানালেন সাংসদ ভরত সিং (MLA Bharat Singh )। আরও পড়ুন: Co-WIN app: করোনা টিকাগ্রহণে সরকারি অ্যাপে প্রয়োজন নাম নথিভুক্তিকরণ, কীভাবে করবেন?

ভরত সিংয়ের দাবি, ১১ জন বিধায়ক আদতে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন না। টাকার বিনিময়ে টিকিট কিনেছিলেন তারা। নির্বাচনে জিতে তারা এখন সাংসদ বলে দাবি ভরত সিংয়ের। তাঁর কথায়, খুব শীঘ্রই ১১ জন বিধায়ক দল ছাড়তে চলেছেন। এদের মধ্যে থাকতে পারেন কংগ্রেস দলের রাজ্য শাখার প্রেসিডেন্ট মদন মোহন ঝা, রাজ্যসভার সদস্য অখিলেশ প্রকাশ এবং প্রবীণ কংগ্রেস নেতা সদানন্দ সিং।

কংগ্রেসের সঙ্গে আরজেডির জোটে প্রথম থেকেই সম্মতি ছিল না ভরত সিংয়ের। এমনটাই দাবি করলেন তিনি। জোট গঠনই কোনও একটি দলের পতনের কারণ হতে পারে।