প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদী বলেছেন ভারতে ৫জি পরিষেবার সূচনা বিশ্বের দ্রুততমগুলোর মধ্যে অন্যতম। মাত্র দুই বছরে ৪ লক্ষ ৮১ হাজার বেস স্টেশন স্থাপন করা হয়েছে। 'ডিজিটাল ইন্ডিয়া' কর্মসূচির দশ বছর পূর্তি উপলক্ষে লেখাএকটি ব্লগে শ্রী মোদী বলেছেন,উচ্চ-গতির ইন্টারনেট এখন শহুরেকেন্দ্রগুলি ছাড়াও গালওয়ান, সিয়াচেনএবং লাদাখের মতো সামনের সারির সামরিক পোস্টগুলিতেও পৌঁছে গেছে।প্রধানমন্ত্রীউল্লেখ করেছেন , ইউনিফাইডপেমেন্টস ইন্টারফেস (UPI)*-এর মাধ্যমে প্রতি বছর হাজারকোটি বেশি লেনদেনহচ্ছে এবং বিশ্বব্যাপী প্রায় অর্ধেক রিয়েল-টাইম ডিজিটাল লেনদেন এখন ভারতেই ঘটছে।তিনিতুলে ধরেন, ২০১৪ সালে ভারতে প্রায় ২৫ কোটিইন্টারনেট সংযোগ ছিল, যা এখন ৯৭ কোটিরও বেশি হয়েছে।প্রধানমন্ত্রী আরও বলেছেন, ভারতের ডিজিটাল অর্থনীতি MSME এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়ন করছে। যা অতীতে দেখা যাইনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ডিজিটাল আর্থিক লেনদেনে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। সামাজিক মাধ্যমে একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেন,ডিজিটাল ইন্ডিয়া সূচনা হওয়ার পর ১০ বছর অতিক্রান্ত, সেদিক থেকে আজ একটি ঐতিহাসিক দিন। তিনি বলেন,ভারতকে প্রযুক্তিগত ভাবে এগিয়ে দিতে এবং ডিজিটাল ক্ষেত্রে উন্নত করতে ,আজ থেকে ১০ বছর আগে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন,এক দশক আগে শুরু হওয়া এই উদ্যোগে, অসংখ্য মানুষ ক্ষমতায়নের এই নতুন ধারার সুবিধা ভোগ করছেন।এই উদ্যোগের দরুন,স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্র সহ অন্যান্য ক্ষেত্রও লাভবান হয়েছে বলে তিনি জানান।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 'ডিজিটাল ইন্ডিয়া' উদ্যোগ ভারতকে বিশ্বের অন্যতম ডিজিটাল পাওয়ার হাউস এ রূপান্তরিত করেছে। 'ডিজিটাল ইন্ডিয়া'র দশ বছর পূর্তি উপলক্ষে শাহ বলেন, স্বাস্থ্য ও শিক্ষা থেকে শুরু করে ব্যবসা ও বাণিজ্য পর্যন্ত, এটি নাগরিকদের ক্ষমতায়ন সহ ডিজিটাল অর্থনীতিকে চালিত করার মাধ্যমে পরিণত হয়েছে ।